৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, যৌথ অভিযানে গ্রেপ্তার ২৫

 


**সারা দেশে যৌথ অভিযানে ৫৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫**


আজ শনিবার সকাল পর্যন্ত, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত চার দিনে চলা যৌথ অভিযানে ৫৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র রাখার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে জানান, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের এই যৌথ অভিযান এখনও চলমান।


পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যমতে, ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন ও পরদিন (৫ ও ৬ আগস্ট) দেশের বিভিন্ন থানা থেকে ১১ ধরনের মোট ৫ হাজার ৮২৯টি অস্ত্র লুট হয়। এর মধ্যে ৩ হাজার ৬৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।



এদিকে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় পর্যন্ত যাঁদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাঁদের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র–সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। এর দুদিন পর ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদও ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর।অস্ত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর সশস্ত্র বাহিনী (সেনা, নৌ ও বিমানবাহিনী), পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড এবং আনসারের সমন্বয়ে একটি যৌথ অভিযান শুরু করা হয়।





পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা গেছে, আজ সকালে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে: ১৮টি পিস্তল, ১১টি শটগান, ৬টি শুটারগান, ৩টি এলজি, ৩টি বন্দুক, ৩টি এসবিবিএল, ২টি রিভলবার, ২টি রাইফেল, ১টি পাইপগান, ১টি একে ৪৭, ১টি গ্যাস গান, ১টি চায়নিজ রাইফেল এবং ১টি এয়ারগান।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন